চান্দিনায় দুদিনের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর সমাপ্তি
চান্দিনা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে দুদিনব্যাপী ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী শেষ হয়েছে।
গত শনিবার (৩০ জুলাই) সকালে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে স্থান পায় দৃষ্টি জড়তা, ভাসমান বল, ত্রিভুজের মজা, সম্ভাব্যতা বলরেখা, সিনেমাস্কোপসহ মোট ২৪টি বিষয়।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর উদ্যোগে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিন সরকার, আবু নোমান সালেহ, ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক আবদুল আজিজ, নাইমা সুলতানা ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে সহযোগিতা করেন।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘আমি অষ্টম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ প্রদর্শনের আয়োজন করেছি।’
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উপপ্রধান ডিসপ্লে কর্মকর্তা সৈকত সরকার বলেন, ‘আমরা বর্তমান অর্থবছরে ১০০টি থানায় এ প্রদর্শন দেব, তবে চান্দিনায় প্রথম প্রদর্শিত হয়েছে। আমি আশা করি, আমাদের প্রদর্শন শিক্ষক ও শিক্ষার্থীদের উপকারে আসবে এবং এরই মধ্যে এর ব্যাপক সাড়াও পেয়েছি।’

কাজী রাশেদ, চান্দিনা