গুপ্তহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন
দেশজুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার মানববন্ধন। ছবি : এনটিভি
দেশজুড়ে সন্ত্রাসী হামলার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে টার্গেট করে গুপ্তহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আরা চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব নীলু প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী দেশকে গুম-খুনের মাধ্যমে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোন করেন তাঁরা। এই গুম-খুন বন্ধে সরকারকে কঠোর হতে হওয়ার এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মহিলা পরিষদের নেতারা।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম