ভোটের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ঢাকাস্থ সুইডিস রাষ্ট্রদূত আমাদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমরা নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিসহ ইতোপূর্বে শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে তাদের জানিয়েছি। সোশ্যাল মিডিয়ার মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন নির্বাচন কমিশন কীভাবে হ্যান্ডেল করছে তারা এ সম্পর্কে জানতে চেয়েছেন।
সচিব বলেন, নির্বাচনে তাদের কোনো সহযোগিতা লাগবে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে নির্বাচনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে তাদের জানিয়েছি। এছাড়া আগামী ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সম্পর্কে তাদেরকে একটি ব্রিফিং করা হবে, সে বিষয় জানিয়েছি।
এখন পর্যন্ত কতজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছে জানতে চাইলে ইসি আখতার আহমেদ বলেন, আজকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। এখন সারাদেশ থেকে তথ্য আসবে। সেগুলো কম্পাইল করতে হবে; আমাদের সময় লাগবে। আগামীকাল এই তথ্য জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক