হত্যা-গুম বন্ধের দাবি রাঙামাটি বিএনপির
সারা দেশে গুম ও হত্যা বন্ধের দাবি জানিয়েছে বিএনপির রাঙামাটি জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি হাজি শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সুশোভন দেওয়ান আগা, হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাজি শাহ আলম বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। তারা মানুষ খুন করে দেশ শাসন করতে চায়। দেশের সাধারণ মানুষ নয়, বর্তমানে কোনো প্রশাসনিক কর্মকর্তার পরিবারও এ সরকারের আমলে নিরাপত্তা পাচ্ছে না।
শাহ আলম আরো বলেন, এ সরকার দেশের উন্নয়নের কথা বলে। কিন্তু তারা আসলে দেশকে ধ্বংস করছে। এভাবে দেশ চলতে পারে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ওই সময় তিনি দেশব্যাপী গুম, হত্যা বন্ধের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফজলে এলাহী, রাঙামাটি