ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে একটি জনসংযোগ থেকে ফিরছিলের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রকৌশলী ইকবাল আহমেদ। গৌরীপুর পাট বাজার এলাকায় পৌছালে মনোনয়নবঞ্চিত বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইয়েবুর রহমান হীরনের সমর্থকরা তার গাড়ি বহরে হামলা চালায়। এসময় ঘণ্টাব্যাপী উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
প্রকৌশলী ইকবাল আহমেদ অভিযোগ করেন, হীরনের তিন ভাইয়ের নেতৃত্বে তার গাড়ির বহর হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হলে পরে হামলাকারীদের প্রতিহত করা হয়েছে।
এ বিষয়ে আহমেদ তাইয়েবুর রহমান হীরনের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হীরনের ছোট ভাই গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ বলেন, গৌরীপুর মধ্য বাজারে আজ বিকেলে তাদের নারী সমাবেশ ছিল। বিকেলে ইকবালের লোকজন সেই সমাবেশে হামলা চালিয়ে তা পন্ড করে দেয়। পরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় বেশ কয়েকজন মহিলা আহত হয়েছে বলেও দাবি করেন কিরণ।
এ বিষয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ