রাঙামাটিতে ৩ দিনের অবরোধ প্রত্যাহার জেএসএসের
রাঙামাটিতে আগামী ১৯, ২০ ও ২১ জুনের ডাকা অবরোধ প্রত্যাহার করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
আজ শুক্রবার দুপুরে সংগঠনটির পক্ষে রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে দ্বিতীয়বারের মতো ওই অবরোধ ডাকা হয়েছিল।
এর আগে একই দাবিতে গত ১৩ ও ১৪ জুন রাঙামাটি জেলাজুড়ে অবরোধ পালন করে জেএসএস। ওই কেন্দ্রে কারচুপির কারণে জেএসএস সমিতির সমর্থিত প্রার্থী দীলিপ চাকমা পরাজিত হয়েছেন বলে অভিযোগ তাদের। এখানে বিজয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদ মামুন।
আজ জেএসএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিট পিটিশন মূলে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটির সংশ্লিষ্ট তদন্তকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার সুবিধার্থেই রাঙামাটি জেলাজুড়ে ডাকা এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

ফজলে এলাহী, রাঙামাটি