চান্দিনায় সংগীত প্রতিযোগিতায় অডিশন সমাপ্ত
‘মাদক থেকে দূরে থাকুন, শুদ্ধ সংস্কৃতি হৃদয়ে লালন করুন’ স্লোগানকে সামনে রেখে শেষ হলো কুমিল্লার চান্দিনায় সুরলহরী সাংস্কৃতিক জোটের সংগীত প্রতিযোগিতা ২০১৬ অডিশন। চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে চান্দিনার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ ছাত্রছাত্রী অংশ নেয়। দিনভর এ অনুষ্ঠানে প্রতিযোগী ও অভিভাবকের মধ্যে এক মিলনমেলার আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে ছিল দেশের গান, ভাটিয়ালি, পল্লীগীতি, আধুনিক ও লালনসহ বিভিন্ন সংগীত।
২০১৪ সালে মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় কুমিল্লায় অংশ নেওয়া এবং টপ ১৫ হওয়া চান্দিনা জোবায়দা মমতাজ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিউলী ইসলাম জানায়, মফস্বলে সংগীত প্রতিযোগিতার তেমন কোনো ব্যবস্থা নেই। তাই এখানে প্রতিযোগিতার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।

অংশ নেওয়া চান্দিনা মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শানিলা আক্তার বলে, ‘আমরা সব সময় প্রতিযোগিতার সুযোগ পেলে বড় শিল্পী হতে পারব।’
চান্দিনা মডেল স্কুল অ্যান্ড কলেজের কর্ণধার এবং সংগীত প্রতিযোগিতার আয়োজক মনির খন্দকার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের মফস্বলের সংগীতপিপাসু শিল্পীদের উৎসাহিত এবং সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিবছর সেরা ২৫ জন শিল্পীকে পুরস্কারের মাধ্যমে তাদের উৎসাহিত করব।’
এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন গৌরাঙ্গ দেবনাথ, মোতালেব হোসেন মামুন, মো. মনিরুল ইসলাম, শামীমা ইউসুফ, স্বর্ণালী চৌধুরী প্রমুখ।

কাজী রাশেদ, চান্দিনা