ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, কিলঘুষিতে অটোরিকশার চালকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তায় ভাড়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে যাত্রীর কিলঘুষিতে এনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। কিন্তু ওই যাত্রী নাম পরিচয় জানা যায়নি।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ফরহাদ উদ্দিন জানান, গতকাল রাতে অটোরিকশার ভাড়া নিয়ে এক যাত্রীর সঙ্গে মানিক মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্ষায়ে ওই যাত্রী তাঁকে কিল ঘুষি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মানিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর পরই অজ্ঞাত ওই যাত্রী পালিয়ে যায়। তাই তাঁকে শনাক্ত করা কিংবা আটক করা সম্ভব হয়নি।’

মো. জালাল উদ্দিন, কুমিল্লা