চান্দিনায় ডাকাত সন্দেহে দুজনকে পিটুনি
কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই-মোহনপুর এলাকায় ডাকাত সন্দেহে আটক দুজন। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই-মোহনপুর এলাকায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন জসিম (৩০) ও আল আমিন (২৭)। জসিমের বাড়ি চান্দিনার নলপুনী গ্রামে। আল আমিনের বাড়ি পরচঙ্গা গ্রামে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) রাহাত সিদ্দিকী এনটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কংগাই-মোহনপুর এলাকায় আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি সন্দেহে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে যেতে পারলেও জনতার হাতে ধরা পড়ে জসিম ও আল আমিন। এলাকাবাসী তাদের পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
এসআই রাহাত সিদ্দিকী আরো জানান, দুজনের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আজ বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

কাজী রাশেদ, চান্দিনা