দেশীয় অস্ত্রসহ বিএনপিনেতা আটক
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে নগরীর সুবিদবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে তাকে দেশীয় অস্ত্রসহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মানিকের পরিবারের সদস্যরা জানান, বুধবার দিনগত রাত ৩টার দিকে সেনাবাহিনীর একটি দল তাদের বাসায় অভিযান চালায়। সেখান থেকে মানিককে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল সকালে মানিককে থানায় হস্তান্তর করেছে। তার সঙ্গে কিছু ধারালো অস্ত্রও জমা দেওয়া হয়েছে। এসব অস্ত্র সাধারণ কাজে ব্যবহৃত দা-ছুরি। সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা বিএনপির একজন শীর্ষ নেতাকে আটকের ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

সজল ছত্রী, সিলেট