হাদি হত্যা মামলা সিআইডিকে ফের তদন্তের নির্দেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি মঞ্জুর করেছেন আদালত। নতুন করে ফের পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে অধিকতর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এদিন আদালতে নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে বিকেলে বিচারক সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেন, আজ সকালে নারাজি দরখাস্তের শুনানি হয়েছিল। বিচারক আদেশের জন্য অপেক্ষমান রেখেছিলেন। বিকেলে বিচারক আদেশ দিয়েছেন।
আরও পড়ুন : হাদি হত্যার বিচার হবে কি? ফেসবুক পোস্টে স্ত্রীর প্রশ্ন
মামলার নথি থেকে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি।
এজাহার থেকে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে হাদি মারা গেলে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত হয়ে হত্যা মামলা সংযুক্ত হয়।

আদালত প্রতিবেদক