ঝিনাইদহে বিএনপি-শিবিরের সাতজন আটক
 
ঝিনাইদহে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার ভোর পর্যন্ত ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ধর্মীয় বই, চাঁদা আদায়ের কুপন, মুঠোফোনের সেট ও সিম জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের আবাসিক হল থেকে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সিরাজুল ইসলামকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে হলে অভিযান চালিয়ে বিপুল ধর্মীয় বই, চাঁদা আদায়ের কুপন, একাধিক মোবাইল ফোনসেট ও সিমসহ মালামাল জব্দ করা হয়।
ওসি আরো জানান, আজ বুধবার ভোরে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থানে থেকে পাঁচ বিএনপিকর্মীকে আটক করে পুলিশ। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 
                   মিজানুর রহমান, ঝিনাইদহ
                    মিজানুর রহমান, ঝিনাইদহ
         
 
 
 
