শিশু রিয়াদ হত্যার আসামি আলমগীরের দায় স্বীকার
কুমিল্লার মনোহরগঞ্জে শিশু রিয়াদ হত্যা মামলায় আটক আলমগীর হত্যার দায় স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই দায় স্বীকার করে সে।
গত ১ মার্চ মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামের খোকন মিয়ার ছেলে শিশু রিয়াদের বস্তাবন্দি লাশ মনোহরগঞ্জ বাজারের পাশে একটি ঝোপ থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মনোহরগঞ্জ থানা পুলিশ বুধবার রাত ১০টায় হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৩ বছর বয়সী শিশু ফারুক ও আলমগীর নামের অপর এক যুবককে আটক করে।
আটক শিশু ফারুক ও আলমগীরকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে মামলার আইও এসআই মুজাম্মেল হক ২ মার্চ দুপুরে কুমিল্লার আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক মোহাম্মদ ফাহাদ বিন আমিন চৌধুরী রিমান্ডের আবেদন শুনে আলমগীরকে দুদিনের ও শিশু ফারুককে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। পুলিশ আলমগীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আবারো আদালতে হাজির করলে আলমগীর রিয়াদকে হত্যার কথা স্বীকার করে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা