ফরিদপুরে ছড়াকার এনায়েত হোসেনের জন্মদিনে গ্রন্থের প্রকাশনা উৎসব
‘যে জাতির ইতিহাসে রক্তের দাগ নাই, সে জাতির ইতিহাসে ফাগুনের ফাগ নাই। নিস্তেজ হৃদয়েতে সিংহের রাগ নাই, সূর্যের রশ্মিতে তাহাদের ভাগ নাই।’
এমনি তেজোদীপ্ত ছড়া, কবিতা লিখে যিনি অর্ধশত বছর দেশবাসীকে উদ্বেলিত করেছেন, ফরিদপুরের নিগৃহীত পল্লীর সেই শব্দশিল্পীর ৭১তম জন্মদিনে তাঁর লেখা ও তাঁকে নিয়ে লেখা ছড়া, কবিতা ও প্রবন্ধ নিয়ে প্রকাশিত হলো ‘এনায়েত হোসেন : প্রতিবাদী ছড়া ও ভাবসঙ্গীত’ গ্রন্থ।
ফরিদপুর শহরতলির বায়তুল আমান রেল সড়কসংলগ্ন কবির বাড়ির আঙিনায় এ উপলক্ষে আয়োজিত এনায়েত হোসেন জন্মোৎসবে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। জন্মোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব লেখক মফিজ ইমাম মিলন, জেলার স্বাচিপ সভাপতি ডা. এম এ জলিল, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, পৌর কাউন্সিলর চৌধুরী আনিসুর রহমান সাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা হাসেম মৃধা, প্রফেসর এ কে এম মঞ্জুর রেজা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, প্রফেসর এম এ সামাদ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবি এনায়েত হোসেনের ছড়া আবৃত্তি করে। কবির পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে জন্মোৎসব মঞ্চে কেক কেটে কবিকে শুভেচ্ছা জানান এবং তাঁর জীবন ও লেখনী নিয়ে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর