চান্দিনায় ডাকাত সন্দেহে দুজন আটক
কুমিল্লার চান্দিনা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে চান্দিনা–রামমোহন সড়কের বানিয়াচং এলাকায় এ ঘটনা ঘটে।
আকট ব্যক্তিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপুইয়া গ্রামের বিল্লাল হোসেন (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সিংগারচিল গ্রামের ইব্রাহিম (২৮)। ইব্রাহিম চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করেন।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, গতকাল রাতে চান্দিনা–রামমোহন সড়কের বানিয়াচং এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় ওই দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দা ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানান এসআই।

কাজী রাশেদ, চান্দিনা