এনটিভি সাতক্ষীরা প্রতিনিধির ভাইয়ের মৃত্যু
সাতক্ষীরার রসুলপুর আনোয়ারা খান মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ চৌধুরী পরলোকগমন করেছেন।
গতকাল রোববার বিকেল সোয়া ৫টায় পলাশপোলের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
পেশাগত জীবনে বিষ্ণুপদ চৌধুরী শিক্ষকতা ছাড়াও ছুতার শ্রমিক লীগের নেতা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরীর সহোদর।
রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীরা তাঁকে একনজর দেখতে ছুটে আসেন। আজ সোমবার সকাল ১০টায় পলাশপোল মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিষ্ণুপদ চৌধুরী ছেলে দেবাশীষ চৌধুরী, মেয়ে শিপ্রা চৌধুরী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা