ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ একজন আটক
ফরিদপুরের মধুখালী উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ আটক মো. আশরাফুল সিকদার। ছবি : র্যাব
ফরিদপুরের মধুখালী উপজেলায় পাঁচ কেজি গাজাঁসহ মো. আশরাফুল সিকদার (২৮) নামের একজনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাগাট ইউনিয়নের আখ সেন্টার মাঠের পেছন থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব ৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার বেলা ১টার দিকে মেজর মো. মোস্তফা কায়জারের নেতৃত্বে একটি দল এক মাদক ব্যবসায়ীকে পাঁচ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. আশরাফুল সিকদার (২৮)। তাঁর বাড়ি মধুখালীর রামদিয়া (বাঁশপুর) গ্রামে।
র্যাব কর্মকর্তা মো. মোস্তফা কায়জার জানান, আশরাফুল সিকদার দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে মধুখালী থানায় মাদক আইনের ধারায় মামলা করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর