কাল ২০ দলের বিজয় মিছিল, হরতাল শিথিল
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আজ সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। হরতাল শিথিল করা হলেও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। আগামীতে এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় আগামীকাল ১০ মার্চ মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে সারা দেশে এ বিজয়কে অভিনন্দন জানিয়ে মিছিল অনুষ্ঠিত হবে।’
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আবার অবরোধের পাশাপাশি হরতাল চলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক