‘বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ বেআইনি’
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড ও ফোন নম্বর সংগ্রহ করা বেআইনি ও অনৈতিক।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান আরও বলেন, একটি রাজনৈতিক দল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম শিক্ষিত ও দরিদ্র ভোটারদের ফোন নম্বর, এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। বিএনপি আশঙ্কা করছে, এর মাধ্যমে জাল এনআইডি কার্ড তৈরি করে জাল ভোট হতে পারে, বিকাশ নম্বরে অর্থ প্রদান করা হতে পারে। এটা বেআইনি ও অনৈতিক। তাই সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে নির্বাচন কমমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা রাখি।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবার জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে হবে। বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অহেতুক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে। দলের উল্লেখযোগ্য কোনো নেতা নয়, এমন কেউ কেউ হয়ত দোয়া মাহফিলে বা দলীয় কোনো প্রোগ্রামে ধানের শীষের পক্ষে ভোট চাইছে, তাদেরকে শোকজ করা হচ্ছে। এটা ঠিক নয়।
নজরুল ইসলাম খান বলেন, অন্য দলের প্রধান নেতারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের চোখের সামনে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই শহীদদের কবর জিয়ারত এবং ব্যাক্তিগত সফরে যেতে চেয়েছিলেন। এটা নিয়ে কিছু ব্যাক্তির উদ্বেগের কারণে নির্বাচন কমিশন এই সফর বাতিল করার কথা বলেছে। আমাদের চেয়ারম্যান সেই সফর স্থগিত করেছে। কারণ, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ অক্ষুণ্ণ থাকুক।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিশ্চুপতা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায়। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কমিশন যেভাবে আইন প্রয়োগ করছে, সব প্রার্থীদের ক্ষেত্রে তেমন আইন প্রয়োগের আহ্বান জানাই।
নজরুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কেবল বিএনপিই করতে পারে। আমরা ১৭-১৮ বছর ধরে রাজপথে সংগ্রাম করে চলেছি। বহু নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছে। এবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। আমরা সবাইকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণকে আশ্বস্ত করতে চাই, তারা যেন নির্বিঘ্নে ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক মতপ্রকাশ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাঈল জবি উল্লাহ, সদস্য মোর্শেদ হাসান খান, ড. মাহদী আমিন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, আনোয়ার হোসেন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক