লিফলেট থেকে জন্মাবে গাছ, কায়কোবাদের ব্যতিক্রমী প্রচারণা
নির্বাচনি প্রচারণা মানেই সাধারণত কাগজের লিফলেটে সয়লাব রাস্তাঘাট। কিন্তু সেই প্রথা ভেঙে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে কুড়িগ্রাম–২ আসনে আলোচনার সৃষ্টি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রচলিত লিফলেটের পরিবর্তে তিনি ব্যবহার করছেন ‘প্ল্যান্টেবল হ্যান্ডমেইড পেপার’ বা বীজযুক্ত কাগজ, যা মাটিতে পুঁতে দিলে গাছ জন্ম নেয়।
এই বিশেষ কাগজে দেশীয় বিভিন্ন সবজির বীজ সংযুক্ত করা হয়েছে। প্রচারণা শেষে লিফলেটটি যত্রতত্র ফেলে না দিয়ে মাটিতে পুঁতে দিলে বা পানির সংস্পর্শে এলে তা থেকে নতুন চারা গজায়। অর্থাৎ একটি লিফলেট থেকে যেমন প্রার্থীর বার্তা পৌঁছাচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে নতুন প্রাণ ও সবুজায়নের সুযোগ।
ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “লিফলেট থেকেই যেহেতু মানুষের উপকারে আসতে পারছি, তাই নির্বাচনে জয়লাভ করলে সেটি হবে মূলত জনগণেরই বিজয়। পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণ—এই দুটো বিষয়কে একসঙ্গে নিয়েই আমি আগামীর সমৃদ্ধ কুড়িগ্রাম গড়তে চাই।”
বিএনপি সংশ্লিষ্টরা মনে করছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য রক্ষার দর্শনেরই প্রতিফলন এই উদ্যোগ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, “বিএনপির প্রচারণা মানে মানুষকে সঙ্গে নিয়ে তাদের উপকার করে সামনে এগিয়ে যাওয়া, কারও ক্ষতি করা নয়। আমাদের এই উদ্যোগ সেই দায়িত্বশীলতারই প্রমাণ।”
পরিবেশ সচেতন মহলে ইতোমধ্যেই এই উদ্ভাবনী কৌশল নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। তাদের মতে, এটি কেবল একটি নির্বাচনি প্রচারণা নয়; বরং পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতিকে কেবল ক্ষমতার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এই মডেল অনন্য হয়ে থাকবে।

এনামুল হক, কুড়িগ্রাম (সদর-রাজারহাট)