নাশকতা সৃষ্টিকারীদের সাথে সংলাপ নয় : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর কোনো দেশ নাশকতা সৃষ্টিকারী, জঙ্গি তৎপরতার সাথে যারা জড়িত, যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, তাদের সাথে সংলাপ করে না।
আজ শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘আমেরিকা আইএসের (ইসলামিক স্টেট) সাথে সংলাপ করে না, সেই তালেবানদের সাথে করে না, আল কায়েদার সাথে করে না। আমাদেরও এই সব নাশকতাকারীদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।’
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বাবার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে বাণিজ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক