ঝিনাইদহে ডাকাতি, গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রহমতপুর নামক স্থানে ঝিনাইদহ-যশোর সড়কে একটি নসিমনে ডাকাতি হয়েছে। ডাকাতরা মনিরুদ্দিন (৩৩) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে গরু বিক্রির তিন লাখ টাকা লুট করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মনিরুদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত মনিরুদ্দিন ও তাঁর এক সহযোগী যশোরের সাতমাইল বাজারে গরু বিক্রি করে নছিমনে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা মহাসড়কের রহমতপুর নামক স্থানে পৌঁছালে পাঁচ-ছয়জন সশস্ত্র ডাকাত তাঁদের গতিরোধ করে। ডাকাতরা তাঁদের দেহ তল্লাশি করতে চাইলে তাঁরা বাধা দেন। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মনিরুদ্দিনকে কুপিয়ে হত্যা করে তাঁর কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। মনিরুদ্দীনের এক সহযোগী এ সময় জীবন বাঁচাতে পালিয়ে যান। ওসি জানান, পুলিশ নসিমনচালককে সঙ্গে নিয়ে রাত ৯টা থেকে এলাকায় অভিযান শুরু করেছে। নিহত গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ