সীমান্তে শান্তিরক্ষায় বিজিবি-বিএসএফ একমত
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষ একমত হয়েছে।
ঠাকুরগাঁও সেক্টরের ৩০ বিজিবি ব্যাটালিয়ন আজ বৃহস্পতিবার দুপুরে গিরাগাঁও সীমান্তের মেইন পিলার ৪০৯ এর ২ নম্বর সাব পিলার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তুষার বিন ইউনুস এবং বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমান্ড্যান্ট এস এন গোস্বামী। এ সময় ১৩৯ ব্যাটালিয়ন বিএসএফের স্টাফ অফিসার জে এস চৌহান, জয়পাল শিং, ৩০ বিজিবি ব্যাটালিয়নের আলাউদ্দিন, আলী হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্তে গুলিবর্ষণ না করে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে দুই দেশের সন্ত্রাসী ও দুর্বৃত্তদের তালিকা হস্তান্তর, মাদক ও নারী শিশু পাচারসহ বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
এর আগে দুপুর পৌনে ১২টায় বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়