ঈদে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কেন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কেন্দুয়া গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে ইফতি কাজী (১২) ও ঢাকার নিকুঞ্জ এলাকার বাসিন্দা শাহীন আহম্মেদের ছেলে সামি (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। ঈদের ছুটিতে তারা কেন্দুয়া গ্রামে কাজী আমির হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল। কাজী আমির নিহত ইফতির দাদা ও সামির নানা। ইফতি ফরিদপুর জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে ও সামি ঢাকার বারিধারার স্কলার স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
নিহতদের স্বজন কেন্দুয়া গ্রামের কাজী মোস্তফা জামান জানিয়েছেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে নিহত দুজনসহ পাঁচ-সাতজন শিশু-কিশোর বাড়ির পাশে সুমন মিয়ার পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাতাঁর না জানায় ইফতি ও সামি পুকুরের পানিতে তলিয়ে যায়। অন্যরা পুকুর থেকে উঠলেও তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা দুজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রায়হান ইসলাম শোভন জানিয়েছেন, বেলা পৌনে ২টার দিকে তাদের চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু ততক্ষণে তারা মারা গিয়েছিল।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ