চা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখা।
আজ রোববার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শের-ই-বাংলা পার্কের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে চা চাষিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়।
চা চাষিদের অন্য দাবিগুলো হলো বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ, ফ্যাক্টরি কর্তৃক কাঁচা চা পাতার ওজন কর্তন বন্ধ করা ও সরকারিভাবে পঞ্চগড়ে চা কারখানা স্থাপন।
মানববন্ধনে অংশ নেন জেলার পাঁচ উপজেলার কয়েকশ ক্ষুদ্র চা চাষি ও বাগান মালিক, পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ স্টল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, চা বাগান মালিক বশিরুল আলম প্রধান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাগান মালিক আক্তারুজ্জামান শাহজাহান, মোস্তফা জামান রাজু, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম, অ্যাডভোকেট রীনা পারভীন, জাকিয়া আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে চা কারখানা মালিকদের পক্ষে কাজ করছেন। আর ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে খারাপ আচরণ করছেন। চা চাষিরা চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে কারখানার মালিকরা কাঁচা চা পাতা ওজনে কর্তন করে চলেছে। চা বোর্ডের চেয়ারম্যান চা কারখানা মালিকদের স্বার্থ সংরক্ষণ করায় ক্ষুদ্র চা চাষি ও বাগান মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা অবিলম্বে চা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়