নারায়ণগঞ্জে ভূমিদস্যুদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ও পূর্বগাঁও এলাকার বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন।
গ্রামবাসী খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইসাখালী ব্রিজের সামনে জড়ো হন। পরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীর নেতৃত্বে মিছিলটি পূর্বগাঁও স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, পূর্বপাড়া এলাকায় কিছু সন্ত্রাসীরা বালু ভরাট করে দরিদ্র মানুষের প্রায় ৬০ বিঘা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। এখানে কয়েকজন মুক্তিযোদ্ধারও জমি আছে। জমি দখলের প্রতিবাদ করলেই তাঁদের ওপর নির্যাতন হচ্ছে।
গত ১৭ জানুয়ারি এক ঘটনায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তাই দ্রুত ভূমি দখলকারীদের গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ