রূপগঞ্জে মাদকবিরোধী শোভাযাত্রা ও পথসভা
‘মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই’ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রশাসন, থানা পুলিশ, সাংবাদিকসহ গোয়ালপাড়া এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মাইটিভির মকবুল হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, এনটিভি অনলাইনের শাকিল আহম্মেদ প্রমুখ।
সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের আলম হোসেন, চ্যানেল এসের মাহমুদুল হাসান নয়ন, রাকিব উদ্দিন ফয়সাল, মাছুম মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম খোকন, মেহেদী হাসান রকি, পূর্বাচল প্রিক্যাডেট স্কুল ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে বলেন, পূর্বাচলের পাশে গোয়ালপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে অব্যাহতভাবে মাদক কারবারি বেড়ে চলেছে। তাই অবিলম্বে পুলিশ ও প্রশাসনকে কঠোরহস্তে মাদক দমন করতে হবে। অন্যথায় নিরাপত্তা পাব না।
এ সময় প্রধান অতিথি রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদক ও কিশোরগ্যাং ভয়াবহ আকার ধারণ করেছিল। এসব নিয়ন্ত্রণে দরকার সামাজিক আন্দোলন। প্রশাসন, পুলিশ চাইলেই এসব বন্ধ করতে পারবে না, যদি এলাকার জনগণ এক না হয়। যদি অভিভাবকরা সচেতন না হয়।
সভাপতির বক্তব্যে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। মাদককারবারিদের আইনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু তারা জামিনে এসে ফের পুরোনো ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। এতে একটি মহলের শেল্টার থাকে। যদিও পুলিশের কঠোরতার, আন্তরিকতার অভাব নেই। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন, সমাজসচেতনতাই হতে পারে সমাধান।

                  
                                                  শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)