ভোলায় বাসচাপায় শিশুর মৃত্যু, অবরোধ
ভোলা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনার প্রতিবাদ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে রাস্তা অবরোধ করে রাখে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে উপজেলার ঘুইংগারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবা (৭) ঘুইংগারহাট সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। সে স্থানীয় ইসলাম ফরাজী বাড়ির আবুল খায়েরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘নোমান পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি চরফ্যাশন থেকে ভোলা যাচ্ছিল। বাসটি ঘুইংগারহাট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাহাবুবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী ভোলা-চরফ্যাশন সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করে এবং বাসটিও ভাঙচুর করে। খবর পেয়ে ভোলা সদর ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসের যাত্রী মুহাম্মদ মাসুদ বলেন, মাহাবুবা রাস্তার ডানপাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি বেপারোয়াভাবে গিয়ে তাঁকে চাপা দেয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের লোকজনদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

মো. আফজাল হোসেন, ভোলা