পঞ্চগড়ে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের কায়েতপাড়া এলাকার দবিরউদ্দিনের ছেলে দোকান কর্মচারী আবদুল মজিদ (৪০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)। ইরফান সিনজেনটা কীটনাশক কোম্পানিতে কাজ করেন। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আবদুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আবদুল মজিদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. মনোয়ারুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইরফানের লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়