সড়কে আহত শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী এস এম ফাহরিয়ার হোসাইন রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাফি উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা ও প্রয়াত আজমল হকের ছোট ছেলে। তিনি আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এর আগে, একই দুর্ঘটনায় খালিদ মোহাম্মদ নামে আরও এক শিক্ষার্থী মারা গেছেন।
জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে চিরিরবন্দর থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর বিন্নাকুড়ি বাজারের দিকে যাচ্ছিল। একই সময় কয়েকজন বন্ধু ব্যাটারিচালিত অটোচার্জারে করে বিন্নাকুড়ি থেকে চিরিরবন্দরের দিকে ফিরছিল। পথে বিন্নাকুড়ি এলাকায় পৌঁছালে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে খালিদ মোহাম্মদকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে চিকিৎসাধীন রাফির অবস্থার অবনতি হলে তাকে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, পুলিশ দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছে, তবে চালক এখনও পলাতক রয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)