মাদারীপুরে স্বামীর ‘নির্যাতনে’ গৃহবধূর মৃত্যু, ধামাচাপা দেওয়ার অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে তাঁর স্বামী বাবুল আকনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত বুধবার এই নির্যাতনের ঘটনায় মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কালকিনি উপজেলার ডাসার থানাধীন বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রামের বাবুল আকন তাঁর স্ত্রী হাজেরা বেগমকে শারীরিক নির্যাতন করেন। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, নিহত হাজেরা বেগমের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। পুলিশ সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর