পাবনায় নিখোঁজের পরদিন জলাশয়ে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রেললাইন পাড়ায় বাড়ির পাশের জলাশয় থেকে গতকাল সোমবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মজিদ ভাঙ্গুড়া পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।
আব্দুল মজিদ চোখে ঠিক মতো দেখতে পেতেন না বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত রোববার রাত থেকে আব্দুল মজিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, বৃদ্ধ লোকটি রোববার রাতের কোনো এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন। চোখে দেখতে না পাওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা