দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তাঁদের আনুমানিক বয়স ৩০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকালে মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
ওসি মাহামুদুন নবী আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতদের পরিচয় শনাক্তে আমাদের টিম কাজ করছে।’
নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)