ঘূর্ণিঝড়ের সময় প্রসববেদনা, পুলিশের গাড়িতে হাসপাতালে নেওয়ার পর জন্ম নিল মোখা
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার ভয়াবহতা থেকে বাঁচতে কক্সবাজারের পেকুয়া আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন মো. আরকান ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী জয়নব বেগম। রোববার (১৪ মে) দিনগত রাত ১টার দিকে পেকুয়া আশ্রয়কেন্দ্রে জয়নব বেগমের প্রসববেদনা শুরু হয়। দ্রুত আশ্রয়কেন্দ্রের নিচে গাড়ি খোঁজাখুঁজি শুরু করেন স্বামী আরকান। কিন্তু মধ্যরাতে কোনো গাড়ি না পাওয়ায় হতাশ হয়ে পড়েন। পরে আশ্রয়কেন্দ্র পর্যবেক্ষণে থাকা পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার নিজের সরকারি গাড়িতে করে জয়নব বেগমকে হাসপাতালে পৌঁছে দেন। পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগমের কোল আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। পরে ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেওয়ায় শিশুর নাম রাখা হয় মোখা। পুরো নাম মোকাম্মেল হোসেন মোখা।
মোখার বাবা-মা মো. আরকান ও জয়নব বেগম পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বামুলা পাড়ার বাসিন্দা।
এ বিষয়ে ওসি ওমর হায়দার বলেন, ‘আশ্রয়কেন্দ্রে আসা মানুষের খোঁজ-খবর নিচ্ছিলাম। এসময় একটি খবর আসে এক গর্ভবতী নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন। পরে আমাদের গাড়ি নিয়ে তাকে সুস্থভাবেই হাসপাতালে নিয়ে আসি। তারপর সেখানেই শিশুটির জন্ম হয়। আমাদের উপস্থিতিতেই পরিবারের সবাই মোকাম্মেল হোসেন মোখা নামকরণ করেন।’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)