পৃথিবীর আলো দেখল জোড়া লাগা নবজাতক
নজিপুর নিউ পপুলার ক্লিনিক। ফাইল ছবি
নওগাঁর পত্নীতলায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নজিপুর নিউ পপুলার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়। জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম তৃষ্ণা। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু (টিএনটি) গ্রামের পল্লব মার্ডির স্ত্রী।
তার অস্ত্রোপচার করেন ক্লিনিকটির চিকিৎসক, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুরভী সরকার।
ডা. সুরভী সরকার বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্লব মার্ডি তার স্ত্রী তৃষ্ণাকে ক্লিনিকে ভর্তি করান। আজ বেলা ১২টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা দুটি কন্যাশিশু জন্ম দেন তৃষ্ণা। ওই যমজ শিশু ও তাদের মা সুস্থ আছেন। নজিপুরে জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার ব্যবস্থা নেই বলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)