ঘুষ নিয়ে আসামিকে ‘ছেড়ে দেওয়ায়’ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
দুই লাখ টাকার বিনিময়ে মাদকের মামলায় আমজাদ হোসেন নামের এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থানার দুই কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিকেলে তাদের জয়পুরহাট পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আওয়াল ও থানার বেতার বার্তা সংশ্লিষ্ট কাজে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মুক্তার হোসেন।
এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, গত বৃহস্পতিবার ওই তিন পুলিশ সদস্য এক হাজার ইয়াবাসহ আমজাদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে মাফিদুল ইসলাম ও শাকিল হোসেন নামের দুই দালাল গোপনে আড়াই লাখ টাকার বিনিময়ে ওই মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার চুক্তি করেন। পুলিশ সদস্যরা দুই লাখ টাকার বিনিময়ে আসামি আমজাদ হোসেনকে ছেড়ে দেন।
এদিকে বাকি পঞ্চাশ হাজার টাকা না পাওয়ায় দালালরা মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে চাপ দিতে থাকেন। বিষয়টি গোপন সূত্রে পুলিশ সুপার সালাম কবীর জেনে ফেলেন। পরে তিনি বিষয়ট তদন্তের নির্দেশ দেন।
তদন্তে ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আজ বিকেলে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট