অমর একুশে বইমেলায় আব্রাহাম তামিমের প্রথম কবিতার বই
আব্রাহাম তামিম একাধারে কবি, চিত্রনাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। লিটলম্যাগ ও প্রতিষ্ঠানবিরোধী আন্দোলনের সক্রিয় লেখক। দীর্ঘকাল ধরে কবিতার সাথেই সংসার আব্রাহাম তার। কবিতার আঙুল ধরেই ঢাকায় আসা, অন্য সব পরিচয় সতিন হয়ে উঠলেও কবিতার মধ্যে দিয়েই আব্রাহাম তামিম ও তার যাপনকে চিহ্নিত করা যায়।
কবি আব্রাহাম তামিমের প্রথম কবিতার বই এবার এলো অমর একুশে বইমেলায়। বইয়ের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। প্রকাশ করছে রহিম রানার ‘জাগতিক প্রকাশন’। প্রচ্ছদ করেছেন জাহেদ রবিন।
কবি বলেন, ‘২০২৫ এ আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো জড়ো করে বই আকারে আনব—এ চিন্তা আরও সাত বছর আগে করে ফেলেছিলাম। একজন কবির জীবনে সবচেয়ে কঠিন কাজ বোধ হয় পান্ডুলিপি গোছানো এবং গোছাতে গিয়ে নিজেকে এবং নিজের লেখাকে নতুন করে চিন্তা পারার মধ্যে যে ভীষণ মাদকতা।’ তিনি আরও বলেন, ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’ বইটির কবিতাগুলোর বেশির ভাগই ২০২৪ এ লেখা। আমার খুব আনন্দ লাগছে, জীবদ্দশায় নিজের বই নিয়ে মেলাতে থাকতে পারব, ব্যাপারটা খুবই নাচিয়ে তুলছে আমায়।’

এনটিভি অনলাইন ডেস্ক