ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ
ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) রাতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। খবর এএফপির।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকরা (শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক) যেন যেকোনো পরিবহণের মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করেন। বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যেকোনো উপায়ে যত দ্রুত সম্ভব তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। সাম্প্রতিক দিনগুলোতে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, সরকারি বাহিনীর দমন-পীড়নে দেশটিতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ হতাহত ও গ্রেপ্তার হয়েছেন। এই অস্থিতিশীল পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত।
দূতাবাস আরও জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিকদের নিবন্ধন সম্পন্ন হয়নি, তারা যেন দ্রুত দূতাবাসে যোগাযোগ করেন। ইরানে বর্তমানে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত থাকায় প্রয়োজনে ভারতে অবস্থানরত পরিবারের সদস্যদের মাধ্যমে দূতাবাসের পোর্টালে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের সবসময় নিজেদের পাসপোর্ট ও প্রয়োজনীয় পরিচয়পত্র সাথে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক