মাদুরোর নিরাপত্তা দলের অধিকাংশ সদস্য নিহত : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় পরিচালিত মার্কিন কমান্ডো অভিযানে তাঁর নিরাপত্তা দলের ‘বড় অংশ’ নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে অভিযানে সুনির্দিষ্ট কতজন প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো সঠিক সংখ্যা উল্লেখ করেননি। খবর আলজাজিরার।
প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো তাঁর বিবৃতিতে সুপ্রিম কোর্টের আদেশকে সমর্থন জানিয়ে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ মোকাবিলার জন্য ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে দেশজুড়ে সক্রিয় করা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শনিবারের ওই মার্কিন অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যার মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। মাদুরোর অবস্থান লক্ষ্য করে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান থেকে বৃষ্টির মতো মিসাইল ও বিস্ফোরক ছোড়া হয়। অভিযানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান অংশ নিয়েছিল। মার্কিন সূত্রগুলো জানিয়েছে, অভিযানে তাদের কোনো সেনা নিহত হয়নি, তবে কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় দ্রুত নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখনই নির্বাচনের কথা বলা ‘অপরিপক্ব’ হবে। ওয়াশিংটন এখন কারাকাসের নতুন নেতৃত্বের মাধ্যমে নীতিগত পরিবর্তন ও মাদুরো আমলের সমস্যাগুলো সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে।
বর্তমানে কারাকাসসহ বড় শহরগুলোতে থমথমে নীরবতা বিরাজ করছে। সামরিক বাহিনী দেলসি রদ্রিগেজকে সমর্থন দিলেও মাদুরো সমর্থকরা ও সামরিক বাহিনীর একাংশের প্রতিক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক