ভারতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার কথা বললেন পুতিন
মার্কিন চাপের মুখেও ভারতে জ্বালানির ‘অবিচ্ছিন্ন সরবরাহ’ চালিয়ে যেতে প্রস্তুত রাশিয়া- এমনটিই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপির।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারতবর্ষের জ্বালানির উন্নয়নের জন্য প্রয়োজনীয় তেল, গ্যাস, কয়লাসহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করার জন্য রাশিয়া একটি নির্ভরযোগ্য উৎস। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য জ্বালানির অবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে আমরা প্রস্তুত।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। মোদি এই মন্তব্যের বিষয়ে সরাসরি উত্তর না দিলেও ‘ভারতের প্রতি অবিচল প্রতিশ্রুতির’ জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা ভারত-রাশিয়া অংশীদারত্বের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ স্তম্ভ।’
মোদি তার ‘বন্ধু’ পুতিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেন। একইসঙ্গে জানান, দুই দেশ ২০৩০ সাল পর্যন্ত একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছে। একাধিক চুক্তি বিনিময়ের পর মোদি বলেন, এই কর্মসূচি তাদের বাণিজ্য ও বিনিয়োগকে বহুমুখী, সুষম ও টেকসই করবে।

এনটিভি অনলাইন ডেস্ক