গাজায় তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা বিবিসিকে জানান, তারা আল-নাজাত আশ্রয়শিবির থেকে মরদেহগুলো উদ্ধার করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল এই শিবিরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের এলাকায় একটি তাঁবু লক্ষ্য করে প্রাথমিক হামলা চালানো হয়। এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে, যার ফলে কাছাকাছি আশ্রয় নেওয়া পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজার দক্ষিণাঞ্চলে একজন হামাস সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা করেছে। গাজার রাফা এলাকায় পাঁচজন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েল ফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানায়, হামাস যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে। এই সময়ে সন্ত্রাসীরা রাফাহ এলাকায় মোতায়েন থাকা আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সৈন্যদের ওপর আক্রমণ করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে ওই হামলার ‘যথাযথ প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছিলেন।
এদিকে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হামাস এক বিবৃতিতে বলেছে, খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থলে ইসরায়েল বোমা হামলা চালিয়ে ‘যুদ্ধাপরাধ’ এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি ‘অসম্মান’ প্রদর্শন করেছে।
এতে আরও বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীরা ইসরায়েলি সামরিক বাহিনীকে "নিয়ন্ত্রণ" করুন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি এড়াতে দেবেন না।

এনটিভি অনলাইন ডেস্ক