ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে শান্তি আলোচনা
ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ও আরও প্রায় অর্ধশতাধিক মানুষ। এই হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার মধ্যস্থতা করার চেষ্টা করছে। খবর আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার প্রতিনিধি দল ‘মর্যাদাপূর্ণ শান্তি’ প্রতিষ্ঠায় ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধের দ্রুত অবসানের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রোববার (৩০ নভেম্বর) ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শনিবার ‘এক্স’-এ লিখেছেন, ‘যখন সবাই শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, রাশিয়া তখন ‘যুদ্ধ পরিকল্পনা’ অনুসরণ করছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানিয়েছেন, হামলায় রাশিয়া প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৬০০টি ড্রোন ব্যবহার করেছে।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানী কিয়েভের ওপর হামলায় দুজন নিহত হয়েছেন।
আঞ্চলিক কর্মকর্তা ও পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীর আশেপাশের অঞ্চলে একজন, দক্ষিণ-পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দুজন ও দক্ষিণে খেরসন অঞ্চলে দুপুরের হামলায় একজন নিহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে ২৯ জন আহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, আটকানো রাশিয়ান ড্রোন থেকে ধ্বংসাবশেষ আবাসিক ভবনগুলোতে পড়ে। তিনি আরও জানান, কিয়েভের পশ্চিম অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা এই হামলার পর শান্তি চুক্তিতে রাশিয়ার আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘যখন বিশ্ব একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে তখন মস্কো কূটনীতি নয়, ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর দেয়।’
যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাবে রাজি হতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর ওয়াশিংটনের চাপ বাড়ছে। সমালোচকরা মনে করছেন, এই প্রস্তাবটি রাশিয়ার পক্ষেই বেশি অনুকূল। কিয়েভ আপত্তি জানানোয় জেনেভায় ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক ২৮-দফা পরিকল্পনা সংশোধন করা হয়। তবে, এই পরিকল্পনার অনেক বিতর্কিত বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।
জেলেনস্কি ‘এক্স’-এর পোস্টে বলেছেন, ‘কাজটি পরিষ্কার- যুদ্ধ শেষ করার জন্য জরুরি পদক্ষেপগুলো দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা।’ তিনি আরও যোগ করেন, ‘ইউক্রেন সবচেয়ে ভালো উপায়ে আমেরিকার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি জেনেভার বৈঠকের সিদ্ধান্তগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চূড়ান্ত করা হবে।’

এনটিভি অনলাইন ডেস্ক