ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩
গতকাল শুক্রবার কলম্বোর উপকণ্ঠে কাদুওয়েলায় ভারী বৃষ্টিপাতের পর মানুষ পানিতে ডোবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছবি : এএফপি
ঘূর্ণিঝড় ‘দিত্বাহের’ প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট প্রবল বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এখনও ১৩৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক সম্পাথ কোটুয়েগোদা জানান, গত এক সপ্তাহ ধরে চলা তীব্র বৃষ্টিতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর ফলে ৪৩ হাজার ৯৯৫ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে রাখা হয়েছে। সেখানে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পুরোদমে চলছে।
ঘূর্ণিঝড় দিত্বাহের তাণ্ডবে শ্রীলঙ্কার দক্ষিণ ও পশ্চিমের উপকূলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক