ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এখন সৌদি আরব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরবকে ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশ হিসেবে মনোনীত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে একটি জমকালো নৈশভোজের আয়োজন করার সময় তিনি এই ঘোষণা দেন। খবর এএফপির।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি আরব
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র দেশ হিসেবে মনোনীত করে আমাদের সামরিক সহযোগিতার পথকে আরও বৃহত্তর উচ্চতায় নিয়ে যাচ্ছি। এটা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: জাতিসংঘের সমর্থন পেল গাজা নিয়ে ট্রাম্পের ২০-দফা পরিকল্পনা
এর আগে মাত্র ১৯টি দেশ এই ধরনের মনোনয়ন পেয়েছিল। এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘এই তথ্যটি আমিই আপনাদের প্রথমে জানাচ্ছি, কারণ তারা আজকে রাতের জন্য এই বিষয়টিকে কিছুটা গোপন রাখতে চেয়েছিল।’

এনটিভি অনলাইন ডেস্ক