শাটডাউন অবসানে অর্থায়ন বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হাওয়া গুরুত্বপূর্ণ অর্থায়ন বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের (সরকারি অচলাবস্থা) অবসান ঘটিয়েছে দেশটি।
স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) ওভাল অফিসে বিলটি স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, ‘আজ একটি মহান দিন। আমাদের দেশ (সরকার) সচল হচ্ছে। এটা কখনোই বন্ধ (অচলাবস্থা) থাকা উচিত ছিল না।’ খবর বিবিসির।
এই বিলটি সরকারি কর্মচারীদের কাজে ফিরিয়ে আনবে, ফেডারেল সংস্থা, কর্মসূচি ও বিভাগগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করবে এবং ১ অক্টোবর থেকে বেতনহীন থাকা লাখ লাখ কর্মীকে তাদের বকেয়া বেতন দেবে।
এই অচলাবস্থা ৪৩ দিন ধরে চলেছিল, যা ট্রাম্পের প্রথম মেয়াদের ৩৫ দিনের পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে যায়।
ডেমোক্র্যাটদের সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প ভোটারদের স্মরণ করিয়ে দেন, ২০২৬ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের সময় যেন তারা এই মুহূর্তটি মনে রাখে। ট্রাম্প রিপাবলিকানদের প্রতি প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য জোরালো আহ্বান জানান।
ট্রাম্প বলেন, ‘আমি শুধু আমেরিকান জনগণকে বলতে চাই, যখন আমরা মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হব, তখন আপনারা যেন এটি ভুলে না যান।’
ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা ‘লাখ লাখ আমেরিকানকে কষ্ট দিতে পেরে খুশি ছিল। মানুষ খুবই ক্ষতিগ্রস্ত (শাটডাউনের কারণে) হয়েছে। এই অর্থায়ন সংকটের মতো ঘটনা আগে কেউ দেখেনি।’
প্রেসিডেন্টের দাবি, এই অচলাবস্থার কারণে ২০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, খাদ্য সহায়তা বন্ধ হয়ে গিয়েছিল এবং ফেডারেল কর্মীরা হয় ছুটিতে ছিল, না হয় বেতন পাচ্ছিলেন না।

এনটিভি অনলাইন ডেস্ক