মন্দার আশঙ্কায় আবারও বাড়ল স্বর্ণের দাম
দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের ফলে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা বেড়ে যাওয়া ও ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ আরও একবার সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশার কারণে সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে। খবর রয়টার্সের।
সোমবার মার্কিন স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতেই স্বর্ণের দাম জোরালোভাবে বাড়ছে। ফেডারেল রিজার্ভ সম্ভাবনা নাকচ করে দিলেও আগামী মাসে হার কমানোর প্রত্যাশায় মূল্যবান এই ধাতুটির দর বাড়ছে।
গত সপ্তাহের তথ্য বলছে, অক্টোবরে মার্কিন সরকার ও খুচরা ব্যবসায় লোকসানের কারণে সেখানকার অর্থনীতিতে চাকরি পরিমাণ কমে গেছে। এছাড়া, কোম্পানিগুলো খরচ কমানো ও কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করায় ছাঁটাইয়ের সংখ্যাও বেড়েছে। আরেকটি জরিপে জানা গেছে, দীর্ঘ সরকারি অচলাবস্থার কারণে অর্থনীতির বড় ধরনের ক্ষতি হতে পারে— এই আশঙ্কায় নভেম্বরের শুরুতে আমেরিকানদের কেনাকাটার আগ্রহ (ভোক্তাদের মনোভাব) প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কমে গেছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
সিএমই ফেডওয়াচ টুল ব্যবহার করে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ। সাধারণত, সুদের হার কমে গেলে এবং অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলে যে সম্পদে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না, সেই জিনিসের দাম বাড়ে।
আরও পড়ুন : যে কারণে অস্থির স্বর্ণের বাজার
এদিকে, রোববার মার্কিন সিনেট ফেডারেল কার্যক্রম পুনরায় চালু করার ও ৪০ দিনের অচলাবস্থার অবসান ঘটানোর লক্ষ্যে একটি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওয়াটারার বলেন, যদিও মনে হচ্ছে আমরা শাটডাউনের অবসানের দিকে এগিয়ে যেতে পারি, এর ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলোর ওপর আরও বেশি দৃশ্যমানতা আসবে, যা শাটডাউন শুরুর পর থেকে ঘাটতি ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক