গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়ার প্রায় এক মাস পরও গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। এর ফলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে এবং নতুন করে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৮ নভেম্বর) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার আরও হত্যার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে সৈন্যদের কাছে আসা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই হলুদ রেখা হলো একটি সীমানা, যেখান থেকে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সরে যেতে সম্মত হয়েছিল। তবে, ইসরায়েল এখনও সীমানা রেখার কাছে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে।
খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণেও মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জরুরি চিকিৎসার জন্য গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, প্রায় চার হাজার ফিলিস্তিনি রোগী চিকিৎসার জন্য রাফাহ হয়ে গাজা ছেড়ে মিশর ও অন্যান্য স্থানে গেছেন। তবে আরও ১৬ হাজার ৫০০ রোগী এখনও বিদেশে চিকিৎসা সেবা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ক্রসিংকে ‘চিকিৎসার লক্ষ্যে লোকজনকে সরিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রস্থান ও গাজায় স্বাস্থ্যপণ্য সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ’ হিসেবে উল্লেখ করেছে।
পশ্চিম তীরে সাংবাদিক ও কৃষকদের ওপর হামলা
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক ও বসতি স্থাপনকারীদের অভিযান আরও তীব্র হয়েছে। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে, ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক— রানিন সাওফতেহ, মোহাম্মদ আল-আত্রাশ, লুয়ে সাঈদ, নাসের ইশতায়েহ ও নাইল বোয়াইটেল আহত হয়েছেন। সিন্ডিকেট এই হামলাকে তাদের হত্যার লক্ষ্যে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছে।
রয়টার্সও নিশ্চিত করেছে, হামলায় তাদের দুই কর্মচারী (একজন সাংবাদিক ও একজন নিরাপত্তা উপদেষ্টা) আহত হয়েছেন।
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এই বছর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও তাদের জমিতে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে আসছে।
জাতিসংঘ জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ৭০টি শহর ও গ্রামে কমপক্ষে ১২৬টি আক্রমণ রেকর্ড করা হয়েছে, যেখানে চার হাজারটিরও বেশি জলপাই গাছ ও চারা নষ্ট করা হয়েছে বা উপড়ে ফেলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক