মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়ার সঙ্গে অপ্রীতিকর কাণ্ড, গ্রেপ্তার এক
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। খবর এএফপির।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) যখন ক্লডিয়া শেইনবাউম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, তখন তিনি সড়কে থাকা লোকজনের সঙ্গে করমর্দন করছিলেন এবং ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ ওই ব্যক্তি পেছন থেকে এসে মেক্সিকোর প্রেসিডেন্টের কাঁধে হাত রাখে এবং অন্য হাত দিয়ে তার কোমর ও বুক স্পর্শ করে, একইসঙ্গে তার ঘাড়ে চুমু খেতে চেষ্টা করে। পরে প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের এক সদস্য লোকটিকে টেনে নিয়ে যান। ওই ব্যক্তি মাতাল অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাউম ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে হয়রানির অভিযোগ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি হলো—যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকার অন্যান্য নারীদের কী হবে? যদি তারা প্রেসিডেন্টের সঙ্গে এমন করে, তাহলে আমাদের দেশের সব নারীর কী হবে?’
ক্লডিয়া শেইনবাউম আরও বলেন, ‘সরকার পর্যালোচনা করবে, এই আচরণ সব অঙ্গরাজ্যে ফৌজদারি অপরাধ কিনা, কারণ এটি একটি ফৌজদারি অপরাধ হওয়া উচিত এবং আমরা একটি প্রচারণা শুরু করতে যাচ্ছি।’
দেশটির ৩১টি অঙ্গরাজ্য ও একটি ফেডারেল জেলার প্রত্যেকটির নিজস্ব ফৌজদারি আইন রয়েছে। এর মধ্যে সব জায়গায় এই ধরনের আচরণ ফৌজদারি অপরাধ হিসেবে তালিকাভুক্ত নয়।
যদিও প্রেসিডেন্ট শেইনবাউম ঘটনার সময় ওই লোকটির সঙ্গে ভদ্রভাবে আচরণ করেন। তার সঙ্গে একটি ছবি তুলতে সম্মত হন এবং তার পিঠ চাপড়ে দেন।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, ‘ওই ব্যক্তি সম্পূর্ণ মাতাল অবস্থায় আমার কাছে এসেছিল। আমি জানি না সে মাদকাসক্ত ছিল কিনা। ভিডিওগুলো দেখার আগে আমি বুঝতে পারিনি, আসলে কী ঘটেছে।’
ওই ব্যক্তির বিরুদ্ধে মেক্সিকো সিটির প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে যৌন হয়রানি আইনত দণ্ডনীয়।
এই ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের তথ্য অনুসারে, মেক্সিকোর ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ৭০ শতাংশ নারী তাদের জীবনে কমপক্ষে একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক