ভারতকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর “বিশাল পরিমাণ শুল্ক” আরোপ করবে। এই মন্তব্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তাকে আশ্বস্ত করেছিলেন যে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে।
ট্রাম্প বলেন “তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেলের আমদানি আর করব না, কিন্তু তারা যদি চালিয়ে যায়, তবে তাদের বিপুল পরিমাণ শুল্ক দিতে হবে।”
ওয়াশিংটনের মতে, রাশিয়ার সঙ্গে তেলবাণিজ্য বজায় রাখা মানে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মস্কোর যুদ্ধ তহবিলকে শক্তিশালী করা। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ বাড়াচ্ছে।
এর আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্কহার ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়—যার মধ্যে টেক্সটাইল, ওষুধ, ও বিভিন্ন শিল্পপণ্য অন্তর্ভুক্ত। ট্রাম্প বারবার বলেছেন, ভারত যদি রুশ তেল আমদানি বন্ধ না করে, তাহলে এই শুল্ক আরও বাড়ানো হবে।

চলতি মাসের শুরুতেও ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে ভারত। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়া থেকে তুলনামূলক সস্তায় তেল কিনে দেশটির জ্বালানি খাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।