রেড ক্রসের কাছে ৭ ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করল হামাস

গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে সাতজন ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আরও ১৩ জনকে শিগগিরই মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তারা। অন্যদিকে, ইসরায়েলি কারাগারগুলো থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তির অপেক্ষায় রয়েছে। খবর আল জাজিরার।
আজ সোমবার (১৩ অক্টােবর) সকালে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। মধ্যপ্রাচ্য সফরে রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের সংসদ ‘কনেসেট’-এ ভাষণ দেবেন এবং মিশরে আয়োজিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করবেন।
এদিকে, গাজার উত্তরাঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরে ফিলিস্তিনিরা ফিরে যেতে শুরু করেছেন। তবে মানবিক সহায়তা এখনও খুব সীমিত পরিমাণে প্রবেশ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী এখনও ভয়াবহ ঘাটতির মধ্যে রয়েছে।

ইসরায়েলের চলমান আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৮০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছেন।